যেদিকে তাকাই বন্ধ দরোজা
স্বপ্ন ভাঙ্গার টুকরোতে সাজা
কি আর করার
থাকে তবে আর?
চোখের কোণ ভেজাই,
আর অভিমানী হয়ে যাই !
পাকঘর-বাসি রসুন আমার তবু দিন কাটে হায়,
স্বপ্ন-চারা গজিয়ে মাতৃকালীন ছুটির আশায় !
সে আশা মিলায় দু'দিন পরেই, যখন স্ব-মহিমায়
আপন আলয়ে গৃহিনীর ফেরা দূর থেকে দেখা যায় !
আশা'রা তখন অধীনে হাওয়ার
কি আর করার থাকে তবে আর?
চোখের কোণ ভেজাই,
আর অভিমানী হয়ে যাই !