টিফিন বক্স
******
টিফিন বক্সে পুতুলের ঘর দিয়েছিলো 'মা' গড়িয়ে!
পুতুল-বউও গড়ে দিয়েছিলো,
দর্জীর ঘর থেকে ঝমকালো
ফেলনা কাপড় কুড়িয়ে !
সেদিন থেকেই সংসারী আমি, সেদিন থেকেই প্রেমিক!
দুদিনের তোকে পেয়ে ও হারিয়ে, কিকরে হবো রে বেদিক?
কষ্ট
**
কিসব অল্প মন ভেঙ্গে টেঙ্গে বলছো এটাই কষ্ট,
হাত পেতে নাও তারপর যাও ঘর-কুণো হয়ে কাঁদো !
কিসব দীঘল সুঘ্রাণ ছিনিয়ে ভাবছো করেছো নষ্ট-
আমার ঘ্রাণ-ইন্দ্রিয়ের সব'টা, আসলে নয় তা আদৌ !
তবু খুশি হবে, তাই পেতে গেছি কষ্ট ! কিন্তু বেকার !
আমি-ভ্রুণ খুনী-জননী'র মত কষ্ট কোথায় আমার !