চোখে নিয়ে অশ্রুর বাড়াবাড়ি
বারান্দা থেকে এক বন্ধা নারী-
চোখ মোছে, আর দেখে
ক্লাস শেষে শিশু কিছু ফিরছে বাড়ি ।
আসছে জন্মে আমি
সে নারীর শিশু হবো মন মাতানো,
ঈশ্বর মনে থাকে যেনো !
সে নারীর কাছে যেনো এটাই রুটিন,
অভিমানী চোখে দেখা
শিশুদের ক্লাসে আসা যাওয়া প্রতিদিন ৷
আরো আছে, কোল ভরা
জননীর দিকে লোভী চোখে তাকানো ৷
আসছে জন্মে তাই সে-নারীর শিশু হবো মন মাতানো,
ঈশ্বর মনে থাকে যেনো !