ফরহাদ জন্মেছে যেইদিন, মরেছেও সেইদিন’ই নীল সন্ধ্যায়
প্রেতাত্মা তার আজ লেখে-টেখে গান-টান গায়
প্রেতাত্মা তার আজ একবার জামা ধোয় তিন সপ্তায়
প্রেতাত্মা তার আজ বাদুড়ের মত ঝোলে পৃথিবীর অমাবস্যায় !
ফরহাদ জন্মেছে যেইদিন, ক্ষুধা তার বিরুদ্ধে দাঁড়ালো
কে খাওয়াবে? মা বেঁহুশ, রাত্রি তিনটে ছুঁয়ে গেলো
কে দাঁড়াবে পাশে এসে? বাইরে তখন দুর্যোগ
বাবা দূর চিটাগং, একা ঘরে মা-ছেলের ঝড় উপভোগ !
ধাই’য়ের থাকার কথা, এসেছিলো, গেলো এই বলেঃ
আইজ হইবোনা তোর ছাওয়াল, হইতে পারে সোম মঙ্গলে !
জন্মেই এতো অসহায়, তাই ফরহাদ মরে গেছে সেইদিন’ই নীল সন্ধ্যায়
প্রেতাত্মা তার আজ লেখে-টেখে গান-টান গায়
প্রেতাত্মা তার আজ জন্ম-ক্ষণের মত উপোস কাটায়
প্রেতাত্মা তার আজ মরার হুমকি শুনে হেসে খাবি খায় !
*************************
ফরহাদ মেঘনাদ
জন্মঃ ২৬ জুন ১৯৮৭
মৃত্যুঃ ২৬ জুন ১৯৮৭