আলোচনা সভায় প্রথম এলাম ! এলাম বললে ভুল হবে, প্রথম লিখলাম ! এসেছি বহুবার, পড়েছি-শিখেছি , মন্তব্য করিনি যদিও ! বাংলা কবিতা ডট কম এ সবাই শখের কবি হিসেবে যোগ দিলেও যে মারাত্মক কাব্য-স্বাক্ষর দেখছি, তাতে খুব কম’কেই আমার শখের বলে মনে হয় ! এও মনে হয়, তাঁরা অনেকেই গ্রন্থবদ্ধ কবি ! সে মনে হওয়া টুকু বড্ড প্ররোচনা দিচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের কাব্য-গ্রন্থ গুলোর নাম জেনে নিতে ! মন্তব্যে নাম গুলো জানাবার অনুরোধ রইলো ! আর যারা গ্রন্থ-স্বপ্নে আছেন, তাঁরা জানাবেন অনাগত গ্রন্থ-সন্তানের কি নাম রাখবেন বলে স্বপ্ন-সূতো বোনেন , সেটি ! আমার হলেও হতে পারতো গ্রন্থ’টির নামঃ “খেয়ালী টিপ’টা বাঁয়ে পিছিয়ে পরো” ! হলেও হতে পারতো কারণ, প্রচ্ছদপট ও আঁকা হয়ে গিয়েছিলো ‘চারু পিন্টুর তুলিতে ! কিন্তু প্রকাশনী’টাই উঠে গেলো শেষে ! সবাইকে ধন্যবাদ সহ শুভ রাত্রি !
আলোচনাটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৩/১১/২০১৫, ১২:৫৬ মি: