একজন মিথ্যেবাদী
**********
অভিমান করে কাঁদবো তুমুল?
বলবো তোমায় হয়ে শোকাকুল,
আর দিওনা ব্যাথা ভীষণ লাগছে ?
বলা যাবেনা, 'ভদ্র পাড়ায় এসব অভদ্রতা' বুলি খামচে !
আমি ভদ্রতা করে হয়ে যাই তাই মিথ্যেবাদী !
কুশল শুধালে, ভালো আছি বলে
কাঁথা-মুড়ি দিয়ে কাঁদি !
পল্লী বিলাস
*******
এখানে ব্যাথারা সব
দুরন্ত কিশোরের সাইকেল ক্যারিয়ারে বসে-
মেঠো পথ, বন ধরে চলে গেছে বহুদূর দেশে!
বাকী আছে সুখ, তারা ঝুলে আছে ডালে আমড়ার!
বাকী আছে সুখ, তারা বৌ হোলো বৌচি খেলার!
বাকী আরো সুখ আজ'ই খড়ের গাদায় পাওয়া হোলো,
বাকী সাদা সুখ সেই , হাঁস পেড়ে রেখে গিয়েছিলো !