ঝাড়-ফুঁকে তোর হয়নি নাজেল,
আমার বাংলা রক্তে কেনা !
তুই কেরে তার শান্তি লোটার ?
তুই আগাছা, জলের ফেনা !
সহ্য তোকে করেছি তবু
কারণ আমার পদ্মা-পাড়ে
বৃহন্নলাও মানুষ বাঁচায়
লিঙ্গহীন’ই মানুষ মারে !
কিন্তু কুকুর পাগল, এবং
বাঘ যদি হয় মানুষ-খেকো
তার বাঁচবার নেই অধিকার
প্রচলিত সে-উল্লেখও !
কাজেই তল্পিতল্পা গোটা
আর ভেবে ফেল তাড়াতাড়ি
স্বেচ্ছায় তুই মরবি নাকি
দেখবি কেমন মারতে পারি !
কলম খুনের বদলা নেবোই
বাংলা মায়ের কলম-ধারী !
সবুজ খুনের বদলা নেবোই
আমরা সবুজ মা ভিখারী !