ঝিমিয়ে পড়বে প্রতিবাদ মুখরতা
কাল থেকে কিছু হয়নি ভাববে সবে
আমাদের ঘরে সিঁধ কাটা চোর বাদী,
আমাদেরি নামে চুরি'র মামলা হবে !
জননী'কে রেখে বর্গায় তার পর
পোষা শুয়োরের বাচ্ছা বলবেঃ' কুল',
সব ঠিক আছে, যাচ্ছি, আসুন সাথে
স্মৃতি-সৌধ'তে দিয়ে আসি দু'টো ফুল !
*এই দেশ আমাদের নয় দীপন ভাই ....