সাদা পৃষ্ঠায় বাই-সাইকেল লিখছি, তাতেই উড়ছি
কিছু সুঘ্রাণও এর ওর জন্য তাতে চড়ে খুঁজে যাই !
সাদা পৃষ্ঠার শূন্যতা’টাকে তোমার আদল দিচ্ছি
আমার জন্য তোমার প্রিতি’ও করা তাতে বনসাই !
সাদা পৃষ্ঠায় জোৎস্না লিখছি, জোনাকির দাড়ি-কমা
বৃথা’ই এসব রচনা, বাজিয়ে সময়ের শোক-সংবাদ
দিন গেছে আজ পেটে আহারের খসড়া পাঠিয়ে জমা,
আগামী কালকে ভাতের থালাও হবেনা হালনাগাদ !