কেবলি জলের দরে সংসার ভাঙ্গে ধানশালিকের
অতপর একটি মেয়ে শালিক একাই ফুঁপিয়ে কাঁদে
মমতা পরিমাপের একক যেনো শরীর শুধু
আমারো সুঠাম একটি দেহ আছে, তাই ভাবতে বাধে !
কেবলি জলের দরে সংসার ভাঙ্গে ধানশালিকের
মেয়েটার মন টানেনা তবুও ফেরে হাঁটি হাঁটি
মেয়েটা আস্তে হাঁটে, পেছন থেকে যদি ডাকে কেউ
পিছে তার আধুলি-সিকি জমিয়ে কেনা খেলনা-বাটি ।
মমতার নিক্তি তবু শরীর ছেড়ে যায়না হৃদে
আমারো সুঠাম একটি দেহ আছে, তাই ভাবতে বাধে !