পাশের ফ্ল্যাটে প্রায় মেয়েলি কান্না শুনি
রাত বিরাতে, যখন ফোটে হাস্নুহেনা !
কে কাঁদে কাল শুধাবো ঠিক সকাল হলে
পাশের ফ্ল্যাটের মওলা সাহেব আমার চেনা !
পাশের ফ্ল্যাটের মওলা সাহেব ওইতো দূরে
কিন্তু আমার হঠাৎ এমন লাগছে কেনো
হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন ভালো হয়ে যা
মওলা সাহেব সামনে আমার, হাড়গিলে না !