আমাকে আসেনি নিতে আজো বুনো হাওয়া
অপমান সয়ে তাই ফের বেঁচে যাওয়া
ফের চেনা ছায়া দেখে বলা ভাবনাকে,
জিজ্ঞেস করি চল, চেনে'কি আমাকে -
কাল'ই কথা হোলো, তবু চেনে কি আমাকে ?
ঠোঁট টিপে হাসা এই ছায়াদের হাসিরা পলল
এখন আউশ জানে,
মনে নেই গতবার কি ছিলো ফসল !