একটুখানি কল দিলে কি হাত খসে যায় ?
-ঠিক তা না, অভ্যাস হয়ে যায়
একটুখানি কল দিলে কি সুখ খোয়া যায় ?
-না, স্রেপ সে একলা’ই হয়ে যায়
একটুখানি কল দিলে কি প্রেম হয়ে যায় ?
-উঁহু, জমাট বিশ্বাসে জাস্ট চিড় ধরে যায়।
ও...তাহলে বিশ্বাস আমার ফেলনা ছিলো ?
মূলের আগে প্রস্তুতি-ম্যাচ, খেলনা ছিলো?
আর চলমান বিশ্বাস তোর ঘুম আবাদী
সাত-খুন তাই মাফ তোর, নোস বর্ণবাদী ?