একলা লাগার দুপুর ক্ষণে-
পাশের ঘরে কে হাসে গো, তুমি নাকি?
অশ্রু মাখা দৃষ্টি সীমায়
আবছায়া কে যাচ্ছে হেঁটে, তুমি নাকি?
তুমি নাকি, যে-বাতাস চুলে-
বিলি কাটে, যখন ধরি -
তোমায় ভেবে কাঁদার স্লোগান ?
তুমি নাকি, সমস্ত রাত-
যখন তোমায় খুঁজে ফিরি,
শেষ রাতে যে পাশে থাকে হয়ে আযান?
আমার এসব প্রশ্ন গুলোর
উত্তরে 'হ্যাঁ' জবাব হৃদয় কবে পাবে ?
আমার এসব প্রশ্ন গুলোয়
কবে তোমার অনেক কিছু আসবে যাবে ?