জানলা খোলা, এক-তলাতে বাসন-কোসন-
পাখি গুলো ডাকলো হঠাৎ ঝনঝনা ঝন !
পাখি যদি না-ভাবো, যাও ওপর-তলায়
আমি গেছি, সিক্ত হলাম অনধিকার প্রবেশ-মালায় !
মাঝ-রাস্তায় গুড়ুম করে ফুল ফুটেছে
ফুলের কাঁটা স্প্লিন্টারে দুই প্রাণ লুটেছে
ফুল যদি না-ভাবতে পারো রুখে দাঁড়াও
দাঁড়িয়েছিলাম, হাত উপরে, বিলর্ড বললো চামড়া ছাড়াও !
তাও কি’করি, মায়ের পালং শাকে পোকা-
দেখলে বুকের দাবদাহ হয়না রোখা !
মায়ের আপন ছেলের ভাঁজে মায়ের খুনী
পর-ছেলেটা-ফ্যালফ্যালেটা বুক-জমিনে মা’কে বুনি !