চল বাঁচি
কামরাঙ্গা ফুলে মৌমাছি
পুকুর-হাসের কানামাছি
বেঁচে থাকে !
চল বাঁচি
মহা জীবনের কাছাকাছি
মৃত্যু ও বলে বেঁচে আছি
ছুঁবি কাকে ?
চল বাঁচি, বেঁচে থাকি
জীবনের ঠোঁটে রাখি
বেঁচে আছি-ঠোঁটে স্বাক্ষর !
হাজার বছর বেঁচে
বাহবা ও গালি সেচে
মরতে যায়নি কভু কোনো ঈশ্বর !
চল বাঁচি, ঘিরে থাক মৌনতা
‘কি করে চলছি বেঁচে’ গৌণ’তা
ধর্ম-অধর্মের যৌনতা-
পর্দা টাঙ্গানো ঘরে চলতে থাক !
চল বাঁচি, বহু দূর ভবিষ্যৎ
মিলবেই তাকে ছুঁয়ে দেয়ার পথ !
ভিক্ষার থালা দিয়ে মৃত্যু বধ-
বীরোচিত, আর বাকি ভুল বেবাক !
চল বাঁচি, বেঁচে থাকি
জীবনের ঠোঁটে রাখি
বেঁচে আছি-ঠোঁটে স্বাক্ষর !
হাজার বছর বেঁচে
বাহবা ও গালি সেচে
মরতে যায়নি কভু কোনো ঈশ্বর !