বধির পাতায় হাওয়ার কাঁপন,
মানে আমি তোর দোরে এসে কড়া নাড়ছি !
চলতি পথে গ্লাস হাউসে -
চোখ ধাধালো আলো, মানে তোর দৃষ্টি কাড়ছি !
মেঘ করেছে, দমকা বাতাস,
মানে করছি আমার উপর তোর তান্ডব আশা !
থেমেছে হাওয়া-পাতার কাঁপন,
মানে খুলিসনি দোর, ধরেছি ফিরে আসা !
ছোঁবো এভাবেই, আফসোস তুই মুক্তি পাবিনা কভু
আমার কাঠামো তোকে ছেড়ে দেবে, আমি ছাড়বোনা তবু !