একদিন ঘ্রাণ ছিলো বৃষ্টির
একদিন রংচটা জানালায়-
তুমি ছিলে এলোমেলো দৃষ্টির
একদিন কতদিন আসে যায় !
একদিন জানালার রাত-আলো
রাঙ্গাতো অভয়ে ভীতু এ-আমায়
একদিন অভয়ের দিন শেষ-
হোলো জানালায় ঝোলা পা-রেখায় !
একদিন সে-দিনের পরে আর
দেখিনি কখনো চেনা সে-জামা
একদিন দেখা হলে বলবোই
খুব কেঁদেছিলো তোর দাদি'মা !