গ্লাসের জলে মৎস্য পরি
গ্লাসের তলায় পাতালপুরী
মিনিয়েচার এমন গড়ি
জিইয়ে গ্লাসে সরপুঁটি মৎস্য !
খুইয়ে আসল, এসব বোল'এ
চলছেনা, ভাব নিচ্ছি চলে
কিন্তু জানিস, এ অহেতুক বৎস !
আসল কথা হেরে গেলাম
অক্ষমতায় ছেড়ে এলাম-
দুধ-সাদা হাত , যার ছোঁয়া-সুখ
স্বপ্নে টপ্নে রয়না !
বাস্তবতা ভাত বেড়ে দেয়,
বাস্তবতার বিকল্প আর হয়না !