হয়তো এখনো পাবি
খুঁজেই দেখনা, আমি-
এখনো যাইনি বেশি দূরে!
খুঁজেছিস এইটুকু
চেষ্টা দেখলে হবো
মাছ, পুনরায় তোর চোখ পুকুরে !
খুঁজেছিস এইটুকু
চেষ্টা কাজেই দেখা,
জল-আকাশে ফের উড়াই ঝরা পাতা-ঘুড়ি!
খোঁজার সুত্র তোর-
জন্য এসেছি রেখে
দেখ পাবি অভিমান-বুজকুড়ি !