তাড়া’দের চাওয়া ট্যাক্সি যখন, রোজগার বলে পা-চালাও
রোজগার বুঝে চলতে চাও’তো বেকারত্বটা বুঝে নাও
সত্যকে সয়ে মরলে, বেঠিক জীবনের অবহেলা
অন্ধের হাতে ছড়ি নেই, তবে ম্যানহোল আছে খোলা !
কাজেই ’রাত্রে কার কোলে তুমি আলুথালু হয়ে শুচ্ছ’-
এমন বিরহ আমার নিকট আমার মতই তুচ্ছ !