কিছু সৌন্দর্য্য আছে
দুরথেকে দেখেই তৃপ্ত থাকতে হয়,
বাড়ী ফেরা যায়না তাদের নিয়ে,
তারা বাড়ী ফেরার নয় !
কিছু বন্ধুত্ব আছে,
পথেতেই শুরু ও শেষ হয়,
বাড়ী ফেরা যায়না তাদের নিয়ে,
তাদের বন্ধনেতে ভয় !
কিছু মন তেমনি আছে,
তেমনি রঙ ও আছে.....চির অধরা....
যেমন গড়াই নদীর তীরে
নীল জোছনার রাত দেখছি হৃদয় হরা,
তবু আনতে তাকে বাক্সে কভু
যায়নি পোরা !