ভাঁট ফুল রং হৃদয়ের সাদা-
পৃষ্ঠায় এই শহরের ধাঁধা-
সব ল্যাম্পপোস্ট, পথ দের খোঁজ
তবু হেঁটে যাই একা রোজ রোজ
পিছু ডাকে শুধু উতলা কাঁপন নেই....
শাওয়ারের নিচে ভিজে কাশফুল
কেনো পিছু ডাক তোর এই ভুল ?
চেনা কামিজের রংয়ে ভেসে আয়
শেষবার ছুঁয়ে দেই !