তোমার থাকুক ছল
ঘাস-ফড়িং এর দল
তোমার থাকুক মধ্য-দুপুর, মাছরাঙাটা,
পদ্ম-পুকুর জল !
তোমার থাকুক, আমার চোখের জলভরা অঞ্চল !
তোমার থাকুক দেশলাই বাক্স,
আঁচল-বন্দি চাবি !
থাক স্বেচ্ছায় শার্টের বোতাম লাগিয়ে দেবার দাবী !
তোমার থাকুক ইনসমনিয়া
আদর দিয়ে পোষা !
তোমার থাকুক খাইয়ে তৃপ্ত
কমলালেবুর খোসা !
তোমার থাকুক, তোমার টবের গোলাপ পাবার মানুষ’টা উজ্জল !
তোমার থাকুক, আমায় না-চেনা দৃষ্টি’রা চঞ্চল !