অনিচ্ছাতেও শেষের কবিতা প্রথমেই লেখা শেষ
কি আর করার, মায়ার স্পর্শে ময়ূরী তোলেনি পেখম !
খটখটে ঠোঁটে ফিরে চলা তাই অপচয়'ই করে পুঁজি
দু-জনের যা- একজনও তা'ই, রিকশা ভাড়ার নিয়ম !
লাজুক একটি প্রার্থনা শুধু, না দেখুক কোলাহল -
ঝরি ঝরি করা দু-চোখ কোণের দু-ফোঁটা একলা জল !