বুকের ভেতর হাজার ডানার ছটপটানি
অমন ডানায় হয় নাকি আর উর্ধে ওড়া
ওড়ার কিইবা দরকার! তাই ভেবে বলি-
শোন আমি, তুই সহজ পথেই নাহয় খোঁড়া !
বুকের ভেতর হাজার ডানার মন-উচাটন
চোখের কাছেই শেষ-বিকেলের স্তব্ধ নদী
নদীই 'বেকার' ভাসিয়ে দেবার জায়গা জানিস
দু-এক পালক রোজ তাতে ছোঁড় নিরবধি !
রোজ তাতে ছোঁড় গ্রন্থবদ্ধ খানিকটা শোক
রোজ তাতে ছোঁড় একলা ঘুঘু-পাখির কাহন
স্ট্রোক করে আজ মরে গেছে বছর-পঁচিশ
এপিটাফের ডানায় সুলভ উর্ধারোহণ !