ওরা কিছু চাচ্ছে কি ? নেই আমার জানা
আমার দু-পাশে দু'টো কুকুরের ছানা
আমার সঙ্গ ছাড়ছেনা !
আমায় জ্বালাচ্ছেনা
কিছু দিলে খাচ্ছেনা, শুধু পাশে পাশে
কোথায় যাবার সাধে পায়ে পায়ে আসে ?
বাঁক তো পেরুলে যাবো চিলেকোঠা গ্রাসে !
কোথায় যাবার সাধে
ওরা দু'য়ে জোট বাঁধে
চাইলেই যাওয়া যায় নাকি ?
যেথা ওড়ে পাখি ?
যেথা ওড়ে পাখি, সেই
ফাল্গুন পাড়া তেই
চাইলেই যদি যাওয়া যেতো
মুখস্থ করে রাখা চুড়ির শব্দে সেথা
যাবার ইচ্ছে ঢাকি এতো ?