একশো বছর শেষে মৃত্তিকা গভীরে চাপা -
কিছুতে থাকেনা অধিকার কোনো ব্যক্তি বিশেষের 
এক আঁজলা তোমায় সেদিন চাইতে কি বাধা ? তাই
পান্ডুলিপিতে জমাই স্পর্শ, উদ্দেশে সেদিনের !



গোধূলির শেষ আলো জুড়ে বহু চেনা তার উপসংহার !
কাজেই বেঁধেছি কেঁদে গোধূলির গান কিছু
হয়তো ক'বার !
তবু যেই ভাত-ফুল প্রেমিকার ফোলা ঠোঁট 
হয়ে নাচে মনে,
প্রাণপণে সেটাকেই খামচে রাখতে চাই চিরস্থায়ী চুম্মনে ! 
যাক, সব পাখি যেথা সাধ ফিরে চলে যাক 
প্রতিটি আমার তাও ও-দুটো ঠোঁটের মালিকানা থাক !



দূর্বা ঘাসের বেঁচে থাকাই সার্থকতা 
দূর্বা ঘাসের আততায়ী তার ঔষধী গুণ 
আমারো তেমনি পিছু হটা রোজ মৃত্যু চেখে
খাবলে খাচ্ছে আমায়, আমার প্রতিভা শকুন !