১
'অমিয়' যেহেতু নির্দোষ, কচি-ফেলানী'ই তবে দোষী !
ফেলানীর ফুঁয়ে যেতে ধরেছিলো ভারতবর্ষ ধ্বসি ৷
দোষ তো হবেই, ফেলানীর ছিলো দুর্গার মতো চোখ ৷
জ্যান্ত দেবী কে মেরে দিলো তাই মূর্তি-ভক্ত লোক ৷
দেবী কি মানুষ ? মানবাধিকারও তাই ঝিমুচ্ছে গাছে !
আচ্ছা ওপাড়ে মানবাধিকার সংস্থা টংস্থা আছে ?
২
উপুড় হয়ে পড়ে আছে বিবেক, সাগর-তীরে
উপুড় হয়ে পড়ে থাকা গায় লালছে টি-শার্ট
আর সাগরে বিবেক রেখেই, মাথা-হীন ধড় করছে-
সংঘ-ইউনিয়নে বিবেকের চর্চা বিরাট !
উপুড় হয়ে পড়ে আছে বিবেক, সাগর-তীরে
উপুড় করে বিবেক রেখেই নর-পিশাচের যুদ্ধ
পিশাচের কালো পতাকার চেয়ে আমরাও কালো কম কই ?
নো ম্যান্স ল্যান্ডে অমানুষ নয়, মানুষের পথ রূদ্ধ !