১
একমুঠো মটরের বাজিতে যে জিতেছি ফড়িং
তার দু’টি অক্ষম চকিত ডানার পূতঃ নামে
আজও নীল সুর হই ঘুঘুদের স্বর নিঃসৃত।
বিষপুর হাট থেকে জল-ঢোঁড়া কিনি কমদামে।
২
মুঠোভরা ঘাড়-ছেঁড়া হাঁসে
শামুক-গুগলি খেয়ে আসে
কাগজে ডুব ছড়িয়ে ঠিক।
গা-ছুঁয়ে বিধবা ছোটে গণতান্ত্রিক।