নিরন্তরা আবার এসো কাল দুপুরে
আজ মহাকাল কাঁদছে আমার হৃদয়পুরে
কালকে তোমার স্বপ্ন দিয়ে বুনবো পাখি
মুষলধারে রোদ্রে হবো মাখামাখি
নিরন্তরা আসবে বলো বিবর্ণ কাল?
শিম ফুলেদের মধু যখন ফুরিয়ে যাবে?
আসবেকি লু-হাওয়ার মত বলতে কথা?
আমার সকল কথারা নয় পথ হারাবে
নিরন্তরা ভয় কি তোমার ? তালের শাখায় -
বাবুই পাখির গ্রামটাতে তো ঝড় নামেনি
সেখান থেকেই একখানা ঘর নেব ভাড়া,
ধার দেনাতে উসুল দেবে চোখের পানি
তারপরে তো হাজার যুগের দারিদ্রতার
একটি কাঁথা আছেই দারূণ তোমার আমার
তার প্রহসন ওম এর ভিড়ে ফিসফিসিয়ে,
জন্ম দেবো বিকেল শেষের নতুন কথার
নিরন্তরা ফের এসো কাল আমায় ছুঁতে
না থাক, আমিই ডেকে নেবো প্ল্যানচেটেতে !