ঘুমের ভেতর নস্টালজিক বোলতা চুমোয়
ঘুম ভাঙতেই কাঠ-চেরাইয়ের চিকন আওয়াজ
ক্যানভাসারের ফোরটি মিনিট ওপেন চ্যালেঞ্জ
শুনে দাঁড়াই, বুঝি, আমার বলার আছে কাজ।
বলেওছি প্রায় অনেক কথাই, যেমন শালিক
শালিক মানে- চোখ বাঁধা নেই, হাত বাঁধা নেই,
ক্রুশের উপর শুকিয়ে উঠছে শিশুর জামা।
আরও আছে, যেমন, সড়ক ম্লান পাজামায়।
সড়ক মানে- আমার কোথাও যাবার নেই
কিংবা তোমার আত্মঘাতের জলই বলি।
তবু স্মৃতির ক্যানভাসারের ওপেন চ্যালেঞ্জ
এক ডুবে ছোঁয় পাতাল, আমার ডুব মামুলি ।