কিছু কথা উড়ে গেছে ধোঁয়াটে হাওয়ায়
উড়ে তো গেছেই তার ছায়াটাও নেই
কিছু হাওয়া এরকম প্রয়োজন আছে
নতুন নামকরণে ছুঁতে হাওয়াকেই  !

কিছু কথা মরে গেছে, যেন কর্পূর
হয়ে উবে গেছে তার কাঠামোও প্রায়
প্রতীকী কবরে শুধু পুঁতেছি খাদেম
তাকে এনে কবিতার কবরখানায়  !