একখন্ড আকাশ নীল, পাখি উড়ছে
আমি আকাশমুখো না হয়েই
আকাশ দেখতে পাচ্ছি বারান্দার টবে— বৃষ্টির জমা জলে!
জোড়া-শালিক চোখে
আমার নো-বার্ডস ল্যান্ড দৃষ্টি নিষ্পলক, ব্যথাতুর!
ইদানিং লংদু, সাঁওতাল পাড়া, ভাস্কর্য, ভাঙা মূর্তি ইত্যাদি কে জল-জমা টব মনে হয় আমার
যার ভেতর সমূহ বিশালতা নিয়ে এঁটে পড়েছো তুমি রাষ্ট্র !