‘ঈশ্বর পতিতালয়ে যান না’
এই চরম ঈশ্বরবাদী কথাটি
আমার মুখ থেকে শুনতে না-পেয়ে
ঈশ্বর-স্থাপন প্রকল্প ঝুলে গিয়েছিলো পৃথিবীর !
শেষতক কথাটি বলেই দিলাম গতকাল রাত-দশটায় !
একজন পতিতা ও তার একশো টাকার আর্তি ওভারটেক করছিলাম তখন !