‘ডাস্ট দাউ আর্ট, টু ডাস্ট রিটার্নেস্ট’
কথাটি আওড়াতে আওড়াতে শরীর থেকে ধূলো ঝাড়লাম
ধূলো নয়, লোম উঠে এলো হাতে
লোম নয় ঘাস
হাওয়া-ভবনের বিধান অনুযায়ী ঘাস কে লোমের মুসাবিদা ধরি।
এই করতে করতে তৃষ্ণা পেয়ে গেলো
বিরান এ এলাকায় একটাই বাড়ি, কুমোরদের।
ওখানে পানি নেই, জল সব
মোঃ ফরহাদের জলপান বারণ
আদেশক্রমে— ঈশ্বর চন্দ্র পাল।