ডেকেছো আর যাইনি— এমন হয়নি কখনো
ওহে প্রিয়তমার ঝাড়,
নির্দিষ্ট দিনে আমার ঘুম ভেঙেছে বরঞ্চ তাড়াতাড়ি
অপেক্ষাকৃত কম পুরনো জামাটি পরেছি
করেছি গড়পড়তা খরচের বেশি
কিনেছি ফুল
উপরন্তু, যা কখনোই করি না—
প্রতিটি নির্দিষ্ট দিন মন থেকে খুলে
ধেনুদের সাথে চরে খেতে মাঠে ছেড়ে এসেছি গান
ফটোকপি করিয়েছি যাপনের—
যেন চোখে লেগে থাকা তোমাদের আলোয়
ফিরে এসে করুণা নিয়ে তাকাতে পারি তার দিকে
এবং সাগ্রহে দেখেছি আকাশে মেঘ-পাখি ভাবালুতার উড়ান
বরং ফিরে আসতে হয়েছে সময় মতো পৌঁছাওনি বলে তোমরাই
ডেকেছো আর যাইনি— এমন হয়নি কখনো
ওহে প্রিয়তমাদ্রতারা,
প্রতিটি নির্দিষ্ট দিন ঘুম শুয়েছে আমার ভেতর দুই-তিন ঘন্টা আড়াআড়ি
দুই-তিন ঘন্টা এগিয়ে রেখেছি ঘড়ির কাঁটা
যেন তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা করতে পারি।