সারাদিন ক্ষেপ জোটেনি রিকশাওয়ালার
সোনা তোর ইচ্ছে হোক আজ তাই আমাকে নিয়ে ঘোরার
ইচ্ছেকে উসকে দিতে বাজা আমার দরজা তে বেল
সোনা তুই রিকশাওয়ালার মুখের দিকে তাকিয়ে আমায় ভালোবেসে ফেল
ছুতো আর পাই না খুঁজে, বলতে বলতে ফুরিয়ে গেছে
চাঁদ, বর্ষা শেষে এখন রিকশাওয়ালায় এসে ঠেকেছে
তবু তোর মন গলেনি, সাফ কথা তাই বলছি এবার,
সোনা তুই দাঁতে দাঁত পিষে ভালোবেসে ফেল, লেঠা চুকে যাক ছুতো খোঁজার।