ফুল তো চিনিই, এই যে শুঁকছি ফুল
পাখি চিনি, ওই তো উড়ছে পাখি
আরেকজন কে চিনতে বজ্র, আলোর
শরীর ফুঁড়ে দৃষ্টি পুঁতে রাখি ।
আরেকজন কে চিনতে ঝক্কি, কারণ
নিজে নন, তিনি অন্যে প্রকাশমান
নেপথ্যে তার চলন, কর্ম ভায়া
তার প্রিয় গীত-- কর্য-ধারের গান ।
আরো একজন আছে, নিরাকার ‘মতিন’
কর্য করেন, বাদাম বেচেন, খান ।