বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে তুমুল
তিলোত্তমা চিংড়ি মাছের ঘের
কত রাতের ভাসছে ভ্যাপসা গরম
আধেক ছেঁড়া প্যাকেটে কন্ডমের।
বৃষ্টি হচ্ছে; বৃষ্টি হচ্ছে, যেথায়-
দাঁড়িয়ে আছি, সেইখানে ফিসফিস
দেখ পরেনি ভেতরে অন্তর্বাস
উফ কি রকম তাক করা কিসমিস ।
বৃষ্টি হচ্ছে; বৃষ্টি হচ্ছে, আহা
বৃষ্টিতে সাফ লাসের অকুস্থল
মন্ত্রী দিলেন আপ করে খিচুড়ি
কমেন্ট বক্সে সুখ বেড়ে জঙ্গল !