ঘুমের ট্রাঙ্কে জীবন তুলে রেখে
শুয়ে পড়ি, নামিয়ে পরি ভোরে
বাবা জীবন, উদাস থাকো তখন ?
লুঙ্গি থাকে ঠিক উদাসের ঘোরে ?
বাবা জীবন, করোটা কী তখন ?
আনমনা হও ? স্বপ্ন শোঁকো নদীর ?
স্কন্ধকাটা নদী আমার ন্যাপথালিনে
তা দিয়ে গায় গান মায়াবী প্রাক-জননীর
নাকী কারোর হাতে তুলে দেই তোমায়
দালাল যেমন। দালাল-গন্ধ পাও ?
বাবা জীবন বা ও-সোনা জীবন,
ব্যাভিচারে কার সাথে জড়াও ?