আলো পেরিয়ে আবছায়া এক সন্ধ্যা,
রঙিন চাদরের উপর পাখা হাতে এক এলোমেলো চুলের মেয়ে।
ইলেকট্রিক্যাল খুব বিরক্ত করে তাকে,
যেমন বিরক্ত করে মস্তকের অহেতুকী ভাবনারা।