১।
নিভুপ্রায় হারিকেনের আলোটুকু মিশেছে রাতের সুঘ্রাণে,
দূর বনে নির্বাসিত ঝিঁঝিঁদের ফিসফিসানি কানে কানে।
ভাঙা জানালার ফাঁকে চিলতে চাঁদের আলো টেবিলে,
শতবর্ষী শিমুলের চঞ্চল ছায়া পড়েছে দূর বিলে।
আগমনী হাওয়াই দোল খাওয়া পাতারা তোলে বিরহী সুর,
জীবন ঝঞ্জার নীরব সাক্ষী সেই দোচালা ঘর।
শীর্ণ মাতা একাকী বসে স্বপ্ন বুনে,
আশ্বাসে তাঁর ভরে আসে বুক, বদলে যাওয়া দিনের জন্যে।
কত রাত কেঁদেছে একলা, কখনো বা মেঘের সাথে;
স্যাঁতসেঁতে বালিশ সাথী অশ্রু ঝরা সব নির্ঘুম রাতরে।
প্রবাসী ছেলে আসবে আজ অপেক্ষা মনে,
চমকে থমকে যায় চোখ ক্ষণে ক্ষণে  চৌকাঠ উঠোনে।
জমিয়ে রাখা গল্পগুলো আর ডজন বছরী অভিমান অঁটুট।
সমাপ্তির সীমানা প্রাচীরে অপেক্ষার শুভেচ্ছাদূত।