জলপরি এমন বৃষ্টির দিনে
তোমার বৃষ্টি ভেজা চিবুকের জল
কি অনিন্দ্য বিষ্ময় তুমি জানো?
আমি জানি সৃষ্টি জগতের সব সৌন্দর্য
ধরা দেয় তোমার চিবুকে!
জানি বলেই তৃষ্ণার্ত চোখে কেবলই তাকিয়ে থাকি অপলক;
তোমার ভেজা চুলের একফোঁটা জল
হৃদয়ে জমে থাকা তপ্ত মরুভূমি অনায়াসে ডুবিয়ে
দেওয়ার ক্ষমতা রাখে!
তোমার আধো খোলা সিক্ত চোখ আর
এলোমেলো পদচারণ হাজারো বৃষ্টি ভেজা
পদ্ম বিলের অপরুপ লাবণ্য।
এই মায়াবী দৃশ্যের সুনির্মল আশ্চর্য
বেঁচে থাক অনন্ত কাল।
-জলপরি
~সাবিত ফারদিন