আমি শেষের পথে দাঁড়ানো
কবরের পথযাত্রী
আমাকে গ্রাস করেছে সমাজ-সভ্যতা আর
মানুষের প্রতি অতিরিক্ত প্রত্যাশা।
হৃদয় খামচে দিয়েছে নেইল পালিশে
সাজানো দশ-দশটি অমানবিক নখের আঁচড়!
এই আলোকিত বর্ণিল চরাচরে,
আলো দেখি না!যত দূর চোখ মিলি
কেবলই আধাঁরের গহীন বিস্তার।
আমার অবয়ব জুড়ে তুমি যে মিথ্যে ছবি
এঁকেছিলে!তা আমি ফিরিয়ে দিলাম।
ফিরিয়ে দিলাম-
তোমাকে তোমার আপন ঠিকানা।
ওই আকাশের নীলিমা,আশ্চর্য উড়ে চলা মেঘ-
শীতল হাওয়া-বর্ষার বৃষ্টির গান
যা তুমি আমাকে দিয়েছিলে?
সবই তোমাকে দিলাম।
এখন আমি ঋণমুক্ত!
ঋণমুক্তির এই অপার উল্লাসে
জন্মের ঋণও শোধ করবো মৃত্যু দিয়ে।

-ফিরিয়ে দিলাম
~সাবিত ফারদিন