স্নিগ্ধ মানবী
কী চাও বলো?খুলে দাও প্রণয়নের দ্বার-
আমি হাতের মুঠোয় মৃত্যু নিয়ে
এনে দিবো স্বপ্নের খেলাঘর।
মায়াবী কাজল চোখ!
কোন অপরাধে পলকের তীর-
ছুড়ে দাও আমার দিকে?
বিধ্বস্ত আমি ঢলে পড়ি ক্রমশ
তোমার অবয়ব জুড়ে।
খোলাচুলে তুমি আকাশ দেখো
পরে এসো নীলটিপ-নীলশাড়ি
মেঘ রাজ্যের আকাশ যেনো
খুঁজে পায় এক নীলাম্বরী নীলপরী।
রোদের ফোটায় আলিঙ্গন করো
সরল-প্রাণ মৃষ্টি মুখ
চাইছি তোমায় নিভৃত একা!
তুমি যে আমার দুরারোগ্য অসুখ।