আচমকা একদিন দেখা হোক তোমার আমার
নীলক্ষেতের মোড়ে কিংবা সাইন্স ল্যাবে।
আমি জনতার মিছিল উপেক্ষা করে তাকিয়ে থাকবো অপকল।
আমি চাই তোমার আমার বেহুদা পায়চারী হোক নিউমার্কেটের প্রতিটা অলিগলি।
আমি খুব করে চাই তুমি আমি ডুবি
লালবাগের ওই মায়াবী স্নিগ্ধ সবুজে।
হ্যা,আমি বলছি মিলিয়ে নিও ওই
মায়াভরা সবুজের পরসা হৃদয়ের সব ব্যাধি শুষে নিয়ে তাকে আবার প্রাণোচ্ছল করে তুলবে;
আমি তীব্র ভাবে চাই তোমার আমার স্মৃতি গুলোর আজন্ম সাক্ষী থাকুক রমনা বটমূলের প্রতিটা শেকড় আর সাক্ষী থাকুক নিঃস্বার্থ মানুষের ভালোবাসা পেতে চাওয়া ভবঘুরে কাক।
তোমার আমার অজস্র স্মৃতি জমুক চড়া দামে
ভাড়া করা হুডতোলা রিকশায়!
তোমার আমার দেখা হোক হাজারো অদেখা
স্বপের নীড়ে।
আমি বিশ্বাস করি মানুষ হত্যা সহজ!স্মৃতি হত্যার চেয়ে মানুষ হত্যা খুবই সহজ।
কিন্তু স্মৃতিকে তুমি চাইলেও ধ্বংস করতে পারবে না কখনো কোনোদিন।
আমি প্রবল ভাবে চাই-
তোমার সাথে আমার অল্প কিছু স্মৃতি জমুক
যা আমার অবর্তমানে বেঁচে থাকবে মহাকাল!
প্রতিটি ক্যালেন্ডারের পাতায় সোনালী অতীতে।