উদাত্ত পৃথিবী অনবরত কুড়ে কুড়ে
খাচ্ছে একদল নির্লজ্জ শকুন।
মানুষের মাঝে কোথায় মানবিকতা?
কোথায় আজ ভালোবাসার চিহ্ন?
আমি অতন্দ্র প্রহরীর মতো একটু
ভালোবাসা আর মানবিক চেতনার খোঁজে
কত শত রাত ক্লান্তিহীন কাটালাম!
কিন্তু আমার এই অনবদ্য চেষ্টা
আঁকা হলো এক অপূর্ণতার কালো পৃষ্ঠায়;
স্বার্থপরতার কী ভয়ানক অভিপ্রায় মানুষের মগজে!মানুষ আজ বড় আত্নকেন্দ্রিক।
রাজপথের অলিগলি ভরা সমূহ বিপদ
নেতার স্নায়ুতে নিদারুণ অপরাধ,
অন্যায় করে বুক ফুলিয়ে চলা!
এ যেন নাগরিক জীবনের অভিশপ্ত বেদনা;
কোথায় আজ মনুষ্যত্ব?
এই নোংরা শহরে আমি বিশুদ্ধতা এনে দেবো,
আমাকে এনে দাও মানব হৃদয়ের
নির্ভেজাল ভালোবাসা,
বিদঘুটে আঁধার সরিয়ে দুহাতে
শান্তির পায়রা উড়াবো।
আমার বাম প্রকোষ্ঠ ভরে দাও
এই বিলুপ্তপ্রায় ভালোবাসা নামক
অদৃশ্য হাতিয়ার দিয়ে।
-বিলুপ্তপ্রায় ভালোবাসা
~সাবিত ফারদিন