তোমার পূর্ণতার ওষ্ঠ জুড়ে
ভায়ানক সুখ খেলা করবে,
জানি!তোমার জানলায় উঁকি দিবে
ঝলমলে চাঁদের আলো।
অমৃতের মায়াজালে তুমিও কারো
কাঁধে মাথা রেখে গুনবে তারা এক দুই তিন!
এত কিছুর পরও এক নিষ্ঠুর শূন্যতায়
কি যেন খুঁজবে তুমি!
অতঃপর?অতঃপর স্মৃতির দর্পণ জুড়ে শুধুই
ভেসে উঠবে আমার প্রতিবিম্ব।
-আমার প্রতিবিম্ব
~সাবিত ফারদিন