আবার দেখো ফিরে এসেছে বায়ান্ন, চব্বিশে বাংলায়।
দেখো ফিরে এসেছে উনসত্তর, চব্বিশে বাংলায়
রক্ত দিয়ে নিয়েছি বায়ান্নর রাষ্ট্রভাষা,
তাজা দেহ দিয়ে উনসত্তুরের মুক্তির আশা
দেখো ছাত্র দল আবার সেই রাজপথে।
আবার মিছিলে তবে পতাকা হাতে।
আবার কেনো চলে ছাত্রের বুকে গুলি
আমার বাংলায় এলো কোন স্বৈরাচারী
তার কি মনে নাই বায়ান্নর কথা?
তবে কেনো দেয় ছাত্রের বুকে ব্যাথা।
আবর কেনো কেড়ে নেয় অধিকার
যারা অধিকার পথে নামে বারবার।
তারা কেনো আবার দেয় শিষ!
তারা আবার কেনো ডাকে বায়ান্ন? এখন তো চব্বিশ।